খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এস্কেভেটর সহ ৫ জন আটক

 মানিকছড়ি,খাগড়াছড়ি :
অবৈধভাবে পাহাড় কাটা চলাকালিন এস্কেভেটর সহ মাটি বহনকারী তিনটি পিক-আপ এবং এস্কেভেটর মালিক ও মোটরসাইকেল একটি সহ পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনী।

 

গতকাল ২৪ তারিখ শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তি নগর সাপুড়িয়া পাড়া নামক স্থানে নিষ্টুমিয়ার টিলায় অবৈধভাবে পাহাড় কাটার কাজ চলমান অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মানিকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি টহলটিম সহ মানিকছড়ি থানা পুলিশের একটি দল নিয়ে ঘটনা স্থলথেকে পৌঁছে একটি এস্কেভেটর, তিনটি মিনিট্রাক একটি মোটরসাইকেল সহ পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী।

 

আটককৃত এস্কেভেটর মালিক মোঃ আবুল হাইসাব (৩৫) , পিতা- ফরজ আলী, সাং মুসলিম পাড়া, শ্রমিক মোঃ শওকত হোসেন (২১) ,পিতা দিদারুল আলম, সাং – বিবিরহাট, মোঃ সুমন(৩০) পিতা নুর আহমেদ সাং- ভূজপুর, থোয়াইউ মার্মা(২২) পিতা উগ্যা মার্মা সাং- গুইমারা, মোঃ আকতার হোসেন(২০) পিতা আব্দুস সালাম সাং- মানিকছড়ি।

 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে,, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button