Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশুতোষ চাকমা গ্রেফতার
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বাতেন মৃধা জানান, শনিবার রাত পৌনে ৮ টার দিকে জেলা শহরের মধুপুর এলাকা থেকে এ্যাডভোকেট আশুতোষ চাকমা গ্রেফতার করা হয়েছে। তিনি খাগড়াছড়িতে আইনজীবিদের সংগঠন জেলা বার এসোসিয়েশনের সভাপতি,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৷
সুত্র জানায় ,খাগড়াছড়ি সদর থানা সহ বিভিন্ন থানায় আশুতোষ চাকমার বিরুদ্ধে প্রায় ২০টিরও বেশি মামলা রয়েছে। ১৫ ডিসেম্বর ২০২৪ , রবিবার তাকে আদালতে তোলা হলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড দাবি করলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মন্জুর করেন।