Breakingসারাদেশ

মেঘনায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা

চেঙ্গী দর্পন প্রতিবেদক,মেঘনা, কুমিল্লা:
কুমিল্লার মেঘনা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হ্যাপী দাস।

 

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীনতার পূর্ণতা। তাদের ত্যাগের চেতনা ধারণ করে আমাদের পরবর্তী প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে হবে।”

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, কৃষি কর্মকর্তা মো.শাহে আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো.আব্বাস উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি পলাশ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বক্তারা শহীদদের আত্মত্যাগ ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির মেধাবী শ্রেষ্ঠ সন্তান। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে তাদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। তাদের সেই ত্যাগের বিনিময়ে আজ আমরা পেয়েছি স্বাধীন দেশ।”

 

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তুলতে হবে।”

 

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের জীবনী নিয়ে আলোচনা সভা ও প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, শিক্ষক – শিক্ষার্থী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে।

Related Articles

Back to top button