Breakingখাগড়াছড়িজাতীয়পার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পানছড়ি উপজেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

১৪ ডিসেম্বর ২০২৪,শনিবার ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাস এর সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাফর উলাহ, পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা নিতু দেওয়ান ,বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ নুরুজ্জামান, থানা প্রতিনিধি এস আই সানাউল্লাহ, ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, উচিত মনি চাকমা, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মনির ভুইয়া, কলেজ – মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগন, সরকারি কর্মকর্তাগন, মসজিদের ইমাম, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শহীদদের আত্মত্যাগ ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশুণ্য করার জন্য ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যাকরে। তাদের আত্মত্যাগ বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশে পেয়েছি। দলমত, ধর্ম-বর্ন ভেদাভেদ ভুলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে এক হয়ে কাজ করতে হবে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীনতার পূর্ণতা। তাদের ত্যাগের চেতনা ধারণ করে আমাদের পরবর্তী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, শিক্ষক,সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে।

Related Articles

Back to top button