মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম :
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন সমাজ সেবক আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন।
১৩ ডিসেম্বর ২০২৪ , শুক্রবার উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ এলাকায় ক্ষতিগ্রস্থ আবদুর রহিম, আনোয়ার হোসেন, আক্তার হোসেনের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির উদ্দীন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন মিয়াজী, যুগ্ম আহবায়ক দিদারুল আলম, মিঠাছরা জিয়া স্মৃতি সংসদের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, বিএনপি নেতা ওয়াহিদুর রহমান খোকা, মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, যুবদল নেতা মেজবাহ উদ্দিন, ফখরুল ইসলাম, ছাত্রদল নেতা তারভীর উদ্দিন অভি সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল মালেকের সন্তান। তিনি মিরসরাই উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ, অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।