Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পার্বত্য জেলা পরিষদের উদ্যোগ্যে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
ঋতু পরিবর্তনের সাথে সাথে সারাদেশ সহ খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও প্রচণ্ড শীত পড়েছে। শুধু শীত নয়, শুরু হয়েছে রীতিমতো শৈত্যপ্রবাহও। কয়েকদিন ধরে দিনের বেলায় গরম হলেও রাতের দিকে প্রচন্ড শীত পড়ছে। সেই সাথে শৈত্যপ্রবাহও কমবেশি পড়ছে। পার্বত্য জেলার বিভিন্ন স্থানের হত-দরিদ্র ও অস্বচ্ছল পরিবার এবং জনজীবন শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে বৃদ্ধ, অসহায়-দরিদ্র ছিন্নমূল মানুষরা যারপরনাই শীতে দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামাঞ্চলেও রাতের দিকে শীত জেঁকে বসায় চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া লোকজন। অনেকেরই আবার শীত নিবারণের জন্য এক টুকরো উষ্ণ কাপড়ও নেই। এ সকল শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ।

 

০৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার বিকালে জেলা সদর ইউনিয়নের গামারীঢালা এলাকায় শতাধিক অসহায় পরিবারের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতের কম্বল বিতরণ করেন।

 

এ সময় জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, হেলা পরিষদ সদস্য মো. মাহবুব আলম সহ গামারীঢালা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button