পানছড়িতে মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলার দুর্গম চেঙ্গী ইউনিয়নের আইডিয়েল স্কুল মাঠে এ মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর ২০২৪ , রবিবার চেঙ্গী ইউনিয়নের আইডিয়েল স্কুল মাঠে এ ক্যাম্প এর আয়োজন করা হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগীতায় স্থানীয় উন্নয়ন সংস্থা গ্রীন হিল এর আয়োজনে পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প উদ্ভোধন করেন খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ফারুক আব্দুল্লাহ।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন পানছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মো. হোসেন সোহেল, মাটিরাঙ্গা পরিবার পরিকল্লনা বিভাগের ডাক্তার কে এম আমজাদ হোসেন, গ্রীন হিলের মেডিকেল অফিসার ডাক্তার সুইউক্রই মারমা।
এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিটু দেওয়ান, চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, গ্রীন হিলের ক্লিনিক ম্যানেজার তীক্ষ্ণ চাকমা সহ সুবিধাভোগীরা।
উক্ত মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় শতাধিক সাধারন রোগী সহ কিশোরী ও গর্ভবতী নারীকে বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা দেয়া হয়।
মূলত বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের ঘরের কাছে বিনামূল্য চিকিৎসা সেবা, বিনা মূল্য সংযোজন ঔষধ বিতরণ ও স্বাস্থ্য সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন।