জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পানছড়িতে বিএনপির আলোচনা সভা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
পানছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর ২০২৪,শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশকে প্রতিবেশী একটি দেশের হাতে তুলে দিয়ে অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র ছিলো। বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর, পুলিশ বুঝতে পেরে সিপাহী-জনতার রাজপথের মিছিল ও সেনা বিপ্লবের মধ্য দিয়ে সেদিন ৭ নভেম্বর সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করে এনেছিলো। সেদিন ছিলো বাংলাদেশের আরেকটি স্বাধীনতা। সেদিন যদি বিপ্লব না হতো তাহলেবাংলাদেশ স্বাধীনতা থাকতো না।গত ৫ আগষ্ট ২০২৪ ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ আবারো নতুন ভাবে স্বাধীন হয়েছে। আওয়ামীলীগের গুম, খুন, অত্যাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা পালিয়েছে। ৫ আগষ্টের যে সাধনা ,তাকে ঐক্যবদ্ধ রাখতে হবে। ষড়যন্ত্র এখনো চলছে, ষড়যন্ত্র থেমে নেই। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তবর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে মানুষের মতের অধিকার প্রতিষ্ঠা হবে, ভোটের অধিকার পাবে, ভাতের অধিকার পাবে, নাগরিক অধিকার পাবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি-র সহ সভাপতি ওয়াজিবুল্লাহ , সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম, যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক মো: আফসার, সদস্য সচিব মো: সেলিম সহ উপজেলা শ্রমিকদল, স্বেচ্ছা সেবক দল ও ছাত্রদলের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।