Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

১০গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানিনা মানবো না”এই স্লোগানকে সামনে খাগড়াছড়িতে অন্যান্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং(সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার ও সমমান পদের কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে বৈষম্য বিরোধী সার্ভে ইঞ্জিনিয়ার্স ছাত্র -পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ।

 

সোমবার(০৭অক্টোবর) দুপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে অনির্দিষ্টিকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন তারা।

 

অবস্থান কর্মসূচি ও ধর্মঘট অবস্থানে বক্তারা বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪ (চার) বৎসর মেয়াদি সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণী করণে মধ্যম সারির ব্যবস্থাপক/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/সমতূল্য হিসেবে বলা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের ২য় শ্রেণির মর্যাদা দেয়া হচ্ছে না, যা বাংলাদেশ কারিগরি  শিক্ষা বোর্ড আইন, ২০১৮ এর সুস্পষ্ট লংঘন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক আচারণ। বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবমুখী কারিগরি শিক্ষার গুরত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীনতম সার্ভেয়িং টেকনোলজির ডিপ্লোমাধারীগণের ব্যাপারে সরকারের উদাসিনতা অত্যন্ত  দুঃখ জনক। আমরা ইতোপূর্বে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপিও জমা দিয়েছি। আমরা এখনো ইতিবাচক ফলাফল পাইনি।তাই আমরা আজ পূর্ণদিবস কর্মবিরতি দিয়েছি। এরপরেও যদি দাবি মানা না হয,তাহলে আমাদের কর্মবিরতি চলমান থাকবে।আমাদের দাবি এক,দফা এক,১০মগ্রেড বাস্তবায়ন চাই,বাস্তবায়ন করতে হবে।

 

 

এ সময় জেলা প্রশাসকের এল এ শাখার সার্ভেয়ার মঞ্জুর আহমেদ,দীঘিনালা উপজেলা এলজিইডি’র সার্ভেয়ার ইনজামুল হক,জেলা এল এ শাখা’র সার্ভেয়ার পারভেজ হোসেন রাহাত, খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার নবেল চাকমা,জেলা পানি উন্নয়ন বোর্ডের অংসিং মারমা,সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. নূর উদ্দিনসহ আরও অন্যান্য অংশ নেন।

Related Articles

Back to top button