Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

সমাজের সার্বিক অগ্রগমনের ক্ষেত্রে শিক্ষা ও শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ – জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
শিক্ষা আলোকিত সমাজ বিনির্মানের হাতিয়ার। শিক্ষক হলো তার সুনিপুণ কারিগর। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ সৃষ্টি কোনো ভাবেই সম্ভব নয়। একজন শিক্ষকের কিছু কাজ ও দায়বদ্ধতা আছে। এ কাজ ও দায়বদ্ধতা সহকর্মীদের কাছে ,সমাজের কাছে, দেশ ও জাতির কাছে, আগামী প্রজন্মের কাছে। একজন সফল মানুষের পেছনে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। শিক্ষক শুধু সফল নয়, একজন ভালো মানুষ হতে শেখান। শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক-বাহক।শিক্ষক সমাজ হচ্ছেন প্রকৃতই সমাজ ও সভ্যতার বিবেক। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তিনি মানুষ গড়ার কারিগরও। শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। শিক্ষক হলেন এমন এক ব্যক্তি যিনি নতুন প্রজন্মের কাছে একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলেন,কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয়। সমাজের সার্বিক অগ্রগমনের ক্ষেত্রে শিক্ষা ও শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খাগড়াছড়িতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

 

৫ অক্টোবর ২০২৪ ,শনিবার সকালে জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীরের সভাপতিত্বে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভার আয়োজন করে। এ সময় শুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়

এ সময় বক্তারা বলেন,শিক্ষককে সম্মান দেয়া,শিক্ষকের প্রতি আমাদের দায়িত্ব তাদেরকে যথাযথ ভাবে সম্মান দেয়া। শিক্ষকদের জন্য সুস্থ্য ও সুন্দর পরিবেশ নিশ্চিতের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভার পরপরেই বিভিন্ন ক্যাটাগরিতে ৮জন গুণী শিক্ষকদের মাঝে সম্মাননা স্বারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এ সময় অতিথি হিসেবে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সরাফত হোসেন,প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান,অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার,খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন,খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক অর্জিতা খীসা,নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button