Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

রামগড়ে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড়, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপির’র উদ্যেগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

২৫ সেপ্টেম্বর ২০২৪ ,বুধবার বিকেলে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কালা ডেবা বাজারে ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলাম এর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসাবে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া উপস্থিত ছিলেন।

 

পৌর যুবদলের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি -র সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠিক সম্পাদক শেফায়েত উল্ল্যাহ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম বাদশা, পৌর যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন শামীম, পৌর যুব দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ প্রমুখ।

 

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সহ  বিএনপি সকল সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button