Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
“মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য” শ্লোগানে প্রান্তিক মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা শ্রমিক সংসদের উদ্যোগে খাগড়াছড়ি পানছড়ির প্রত্যন্ত এলাকা মরাটিলা ও মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ভাগ্য কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ শতাধিক অস্বচ্ছল ও গরীব মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা,ঔষধ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

১৪ সেপ্টেম্বর ২০২৪ ,শনিবার সকাল থেকে দুই ধাপে এ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় শত শত মানুষ চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভিড় করে। পেটব্যথা, পাতলা পায়খানা, সর্দি-কাশি, মাথা ব্যথা ও কাটা ছেঁড়ার মতো জটিলতা নিয়ে তাঁরা চিকিৎসার জন্য এসেছেন৷চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালের প্রসূতি,স্ত্রীরোগ,সার্জন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. দীপা ত্রিপুরা, মেডিসিন,বাত ব্যথা,ডায়াবেটিস ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আনিসুর রহমান।

 

এ সময় মরাটিলা এলাকা থেকে চিকিৎসা নিতে আসা পারমিতা ত্রিপুরা বলেন,দুই দিন ধরে মাথাব্যথা ও জ্বরে ভুগছেন। বমি হওয়ার পাশাপাশি তাঁর খাওয়ার রুচি নেই। বিনামূল্যে চিকিৎসা পেয়েছি এবং ঔষধ পেয়েছি। আমাদের এলাকার অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেনা। ভবিষ্যতে এই রকম বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করলে,এলাকাবাসীরা উপকৃত হবে।

 

তাইন্দং শুকনাছড়ি থেকে আসা ফুলবানু বেগম(৮০) বলেন,কয়েকদিন ধরে সর্দি-কাশি ও জ্বরে ভুগছেন তিনি। এতদিন সামর্থ্য না থাকায় চিকিৎসা ও ওষুধ নিতে পারেননি।

Related Articles

Back to top button