খাগড়াছড়িতে পাহাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ পরিবারের মাঝে বিএনপি-র উপহার সামগ্রী বিতরন
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশে নতুন যুগের সূচনা হয়েছে।এখন মানুষ আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছে। অনেক রক্তের বিনিময়ে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এ দেশের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।বিএনপি’ র ক্ষমতার মূল্য উৎস দেশের জনগণ। তারুণ্যের বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ ও জনগনের আকাঙ্ক্ষার রাজনীতি করবে বিএনপি। দলে প্রবেশ করে চাঁদাবাজী, মাস্তানী, দখলদারী করবে এরকম কোন লোক দলে থাকার সুযোগ নেই।
৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালার মেরুংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশে উপজেলা বিএনপি’র সার্বিক সহযোগিতায় ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫’শ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ সব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটি’র সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার পলায়ন করার পরে বাংলাদেশে নতুন যুগের সূচনা হয়েছে। এখন মানুষ আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখছে। বিএনপির রাজনীতির মূল উৎস জনগণ। আগামীর বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে। অনেকে বলেছিল শেখ হাসিনা চলে গেলে বিএনপি লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলবে। বিএনপি সব দখল করে ফেলবে। অথচ বিএনপি কিছুই করে নাই। বিএনপি ১৬বছর গুম, খুন, মামলা, নির্যাতনে শিকার হয়েছে। বাড়ি ঘরে বিএনপির নেতাকর্মীরা থাকতে পারে না। চাকরি ব্যবসা নিয়ে গেছে। এতো অত্যাচারের পরও বিএনপির নেতা কর্মীরা সংযম দেখিয়েছে।
পরে বিকাল ৪টায় জেলা বিএনপি’র উদ্যোগে শাপলা চত্বরে সম্প্রীতি সমাবেশ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২হাজার পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটি’র সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, আইন বিষয়ক সম্পাদক এড.বেদারুল ইসলাম, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. জামাল সিদ্দিকী,দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রমুখ সহ মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।