খাগড়াছড়িতে বিজিবি-র উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
ঈদ-উল-ফিতর উপলক্ষে স্থানীয় দুস্থ্য ও গরীব জনসাধারণের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ,ব্যাটালিয়ন (৩২বিজিবি) খাগড়াছড়ি।
মঙ্গলবার (০৯এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ, (৩২ বিজিবি) খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ নাজমুল হক, পিএসসি।
৩২ বিজিবি-র ব্যবস্থাপনায় খাগড়াছড়ি এলাকায় বসবাসরত ২’শ ২০ জন স্থানীয় দুঃস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে অতিথি’র বক্তব্যে বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ নাজমুল হক বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই বিশ্বাসকে ধারণ করে সমাজের সকল স্তরের মানুষের সাথে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশের জন্যই বিজিবি’র পক্ষ থেকে এ মহতি উদ্যোগ।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ,ব্যাটালিয়ন (৩২ বিজিবি) খাগড়াছড়ি সেক্টরের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ এমদাদুল হক, পিএসসি,অন্যান্য অফিসার, জুনিয়র কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ সহ, স্থানীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।