পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

সংঘরাজ উইচারিন্দা মহাথের এর অন্ত্যেষ্টিক্রিয়া রোয়াংছড়িতে

চেঙ্গী দর্পন প্রতিবেদক , রোয়াংছড়ি , বান্দরবান  :
বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সবোর্চ্চ ধর্মীয় গুরু মহামান্য ৬ষ্ঠতম সংঘরাজ ভদন্ত উ: উইচারিন্দা মহাথের মৃতদেহ দীর্ঘ ৬মাস সংরক্ষণের পর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান বান্দরবানের রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারের সংলগ্ল মাঠে বিকাল ২টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

 

দুই দিনব্যাপী উদযাপনের অনুষ্ঠানটি উদ্বোধন করেন রোয়াংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ ভিক্ষু পরিষদের সাবেক সভাপতি ভদন্ত পঞ্ঞানন্দ মহাথের।

 

২৯ মার্চ ২০২৪ , শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানের নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আসবা মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু পূর্নবাসন পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত ঞানুত্তরা মহাথের।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডাকবাাংলা বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ঞানাওয়াইসা মহাথের, নাইক্যছাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ক্ষেমাচারা মহাথের, ভঙ্গামূড়া পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সোমা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের অধ্যক্ষ ও উদযাপন কমিটির প্রধান সম্পাদক ভদন্ত ইন্দাচারা মহাথের,অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ভদন্ত তিক্ষিন্দ্রিয় থের, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা পরিষদে সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।

 

এছাড়াও সহস্রাধিক ভিক্ষু সংঘ ও লাক্ষ মানুষ ধর্মপ্রাণ নর-নারী সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আইনশৃঙ্খলা পরিস্থিতির বজায় রাখতে বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ শাহ্ মোজাহিদ উদ্দিন অনুষ্ঠান প্রাঙ্গণ পরিদর্শন করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন, অফিসার ইনচার্জ মোহাম্মদ পারভেজ আলী সহ আরো অনেকে।

Related Articles

Back to top button