খাগড়াছড়িজাতীয়পার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৪ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা।

 

 

মঙ্গলবার(২৬মার্চ) ভোর ৫টা ৪৯মিনিটে খাগড়াছড়ি জেলা শহরস্থ চেঙ্গী স্কোয়ার স্মৃতিসৌধে ৩১বার তোপধ্বনি প্রদর্শন ও জাতীয় পতাকা উত্তোলনের পরপরেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর,পিপিএম (বার),পৌরসভার মেয়র নির্মেলেন্দু চৌধুরী,জেলা নির্বাচন অফিসার মোঃ কামরুল আলম,জেলা সিভিল সার্জন মোঃ ছাবের,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক সংগঠন,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এবারের প্রতিপাদ্য ছিল ;যাদের রক্তের বিনিময়ে আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র, সেই সাথে সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা মা-বোনের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। কামনা করি জয় হোক যুগে-যুগে বাংলার মেহনতি মানুষের, বারবার ফিরে আসুক আমাদের মহান স্বাধীনতা দিবস।

Related Articles

Back to top button