অপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়িতে হালদার পাড় কাটায় একজনকে কারাদণ্ড

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি ,চট্টগ্রাম  :
ফটিকছড়িতে হালদা নদীর পাড় কাটায় একজনকে কারাদণ্ড ও দুইটি ডামট্রাক জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

 

১ মার্চ ২০২৪ শুক্রবার সকালে উপজেলার সুয়াবিল ইউনিয়নের একখুলিয়া এলাকায় অবৈধভাবে নদীর পাড় কাটা কাজে জড়িত থাকায় ফজলে আমিন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাটি বহন কাজে নিয়োজিত দুইটি ডাম ট্রাকও জব্দ করা হয়েছে।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। এসময় বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর আলোকে আসামীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, কোন অবস্থাতেই হালদার পাড় কাটা কিংবা এ নদী থেকে বালু উত্তোলন করা যাবেনা। যারা এ কাজ করবে তাদের বিরুদ্ধে যথারীতি অভিযান পরিচালনা ও সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Back to top button