Breakingখাগড়াছড়িসারাদেশ

রামগড়ের বীরমুক্তিযোদ্ধা হাশেম আলী কমান্ডারকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:   খাগড়াছড়ির রামগড়ে বীরমুক্তিযোদ্ধা হাসেম আলী কমান্ডার করোনায় আক্রান্ত হয়ে বুধবার (২২শে জুলাই) রাত ১টার সময় উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান ।

বীরমুক্তিযোদ্ধা হাশেম আলী কমান্ডারের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তার করোনা রিপোর্ট প্রজেটিভ আসলে রামগড় সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার কোন উন্নতি না হওয়ায় মঙ্গলবার দিবাগত রাত ১০ টায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হলে রাত ১ টার সময় চট্টগ্রাম মেডিকেলে তার মৃত্যু হয়।

বুধবার বেলা দুইটায় শেষ বিদায়ের বন্ধু রামগড় উপজেলা টিমের সার্বিক ব্যবস্থাপনায় মাস্টার পাড়া জামে মসজিদে তার নামাজের জানাজা শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি সজিব কান্তি রুদ্রর নেতৃত্বে গার্ড অব অনার দিয়ে মরহুমকে মাস্টারপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী কমান্ডার এর মৃত্যুতে রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, রামগড় পৌরসভার মেয়র কাজী শাজাহান রিপন, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার মোঃ মফিজুর রহমান, মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি খাজা নাজিমউদ্দীন ও সাধারন সম্পাদক মোঃ জসিমউদ্দিন চৌধুরী সহ প্রমুখ বীর মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Related Articles

Back to top button