Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে ক্লু-লেস হত্যা মামলার আসামি আটক

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও ঘাতককে আটক করেছে পুলিশ।

 

ঘটনার দুই মাস পর প্রযুক্তির সহায়তায় ঘাতক আসামী রাপ্রু মারমাকে রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে আটক করে পুলিশ। আটককৃত রাপ্রু মারমা ঘটনায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছে।

 

গত বছরের ১১ নভেম্বর খাগড়াছড়ি পৌরসভার স্বপ্ন মোহন কারবারি এলাকায় তিন রাস্তার মোড়ে ভিকটিম সুজন্ত ত্রিপুরাকে অজ্ঞাতনামা আসামিরা হত্যা করে পালিয়ে যায়।

 

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, ভিকটিম সুজন্ত ত্রিপুরা ও রাপ্রু মারমা দুজনই মাদকসেবী এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডের বেশ কিছুদিন পূর্বে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরেই রাপ্রু মারমা সুজন্ত ত্রিপুরাকে হত্যা করে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button