Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

গুইমারায় ১৪ বছরের পলাতক আসামী গ্রেফতার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, গুইমারা, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির গুইমারা থানার মামলা নং ০১, জিআর নং :২৫০/১০, ধারা : ৩৮৫ পেনাল কোড পরোয়ানা ভূক্ত পলাতক আসামী কেখাই অং মারমা ১৪ বছর পরে গ্রেফতার।

 

 

২৬ জানুয়ারী ২০২৪ গভীর রাতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) এর দিক নির্দেশনায়, গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে, এএসআই মো: শাহনেওয়াজ (পিপিএম), এ এস আই মো: বেল্লাল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহযোগীতায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে গুইমারা থানাধীন পথাছড়া গ্রামে আসামীর বসত বাড়ী থেকে গ্রেফতার করে গুইমারা থানা পুলিশ। সে মৃত অংগ্য কার্বারীর ছেলে।

 

গুইমারা থানার এসআই জহিরুল ইসলাম বলেন পরোয়ানা মুলে আসামীকে গ্রেফতার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button