Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে পরিবেশ রক্ষা করনীয় শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি বান্দরবান :
বান্দরবানে থানচি উপজেলার পর্যটনের আপার সম্ভাবনা উপজেলা হিসেবে খ্যাত বিভিন্ন জায়গা জায়গা যত্রতত্র ময়লা অবর্জনা ফেলা, অপরিপক্কর মূল্যবান গাছ কাটার, বিভিন্ন ঝিড়ি ঝর্নায় বেপরোয়ার বোল্ডার পাথর ও বালির উক্তোলন, অপরিকল্পিত জুম চাষের আগুন, ইট ভাটায় লাকরী ব্যবহার ও চিমনি রাখা, পলিথিন ব্যবহার, যত্রতত্র স্যানিটেশন ব্যবহার, তামাক চাষ, কীট নাশক ব্যবহার সহ খাল, ঝিড়ি, নদীর পানির শুকিয়ে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে বলে ধারনা করছেন।

বুধবার ১৫ মার্চ সকালে স্থানীয় মেঘবর্তী রিসোর্ট সেন্টারের হল রুমে অনুষ্ঠিত পরিবেশ রক্ষা শীর্ষ কর্মশালা উপস্থিত অতিথিরা মতামত ব্যক্ত করেন। পরিবেশ রক্ষায় করনীয় হিসেবে সুপারিশের মধ্যে তামাক চাষ বন্দ করা , অপরিপক্কর গাছ না কাটা, বৃক্ষ রোপন করার, পাথর বালির সংরক্ষন করার, ইট ভাটায় লাকরীর বদলে কয়লা ব্যবহার, পরিকল্পিত ভাবে পাহাড়ের জুম চাষে নতুন পদ্ধতি করা, পাহাড় কাটা বন্দ করা, কীটনাশক ব্যবহারের নিষেধ করা, বিভিন্ন ঝিড়ির ঝর্নার বিশুদ্ধ পানীর সংরক্ষন করার এখন কার্যকর পদক্ষেপ নেয়ার জরুরী বলে মনে করেন সকলে।

জাতীয় স্বেচ্ছা সেবী সংগঠন কারিতাস বাংলাদেশ এর সিপিপি- সিএইচপি- ২ প্রকল্পের কর্মকর্তাদের আয়োজনের মেঘবর্তী রিসোর্ট সেন্টারে দিনব্যাপী পরিবেশ রক্ষায় করনীয় শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোজাহিদ হোসেন, কারিতাসের মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, কৃষি সম্প্রসারন বিভাগের উদ্ভিদ সংরক্ষণ ও উপ সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত, থানচি কলেজের প্রভাষক লিটন ত্রিপুরা, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, মহিলা বিষয়ক অধিদপ্তরে অফিস সহকারী ইমরান হোসেন, সমাজ সেবা অধিদপ্তরে অফিস সহায়ক মেনথাং ম্রোসহ সাংবাদিক, এনজিও কর্মকর্তা, কারবারী, স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button