Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
মানিকছড়িতে ইট ভাটায় অভিযান জ্বালানি কাঠ জব্দ কার্যক্রম বন্ধ ঘোষণা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি, খাগড়াছড়ি:
জেলার মানিকছড়ি উপজেলার দুইটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ্বালানি কাঠ জব্দ ও ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
২২ জানুয়ারী ২০২৪ , সোমবার দুপুরে উপজেলার বাটনাতলী ইউনিয়নের পান্নাবিল ও তুলাবিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
এ সময় পান্নাবিল এলাকার থ্রি স্টার ইটভাটা থেকে অবৈধ জ্বালানী কাঠ জব্দ ও তুলাবিলস্থ সেলিম এন্ড ট্রেড ইট ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন এর ৫(১) ধারায় অপরাধে ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ম্যাজিস্ট্রেটের নির্দেশে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে উভয় ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেন।