Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

সাঙ্গু নদীর উপর গার্ডার সেতু নির্মাণে এলজিইডি পিডি-র পরিদর্শন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রোয়াংছড়ি , বান্দরবান :
জেলার রোয়াংছড়ি উপজেলা থেকে রুমা ও থানচি উপজেলা যাওয়ার লক্ষ্যে সাধারণ জনগণ সুবিধার্থে ২নং তারাছা ইউনিয়নের সংযোগ সড়কের ঘেরাউ মুখ পাড়া পাশে সাঙ্গু নদীর উপর গার্ডার সেতু নির্মাণে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগ নিয়ে পরিদর্শন করেছে এলজিইডি পিডি মোহাম্মদ এবাদত উল্লাহ।

 

 

১৯ জানুয়ারী ২৪ , শুক্রবার সংযোগ সড়কে সাঙ্গু নদীর উপর গার্ডার সেতু নির্মাণে স্থান পরিদর্শন কালে পিডি এবাদত বলেন রোয়াংছড়ি থেকে রুমা ও থানচি যাওয়ার সংযোগ সেতু নির্মাণ করা হবে। এখানে সংযোগ সেতু হিসেবে নির্মিত হলে দৃষ্টি নন্দন ও নান্দনিক স্থান হবে। সাধারণ জনগণের সুবিধের পাশাপাশি এলাকার উৎপাদিত কৃষিপণ্য গুলো ন্যায্য মূল্যে বেঁচা কেনা করতে পাবেন। এলাকার সাধারণে জনগণে আর্থিকভাবে লাভবান ও স্বাবলম্বী হতে সুবিধা পাবেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, বান্দরবানের স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো: জিয়াউল ইসলাম মজুমদার, রোয়াংছড়ি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াই অং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনু মং মারমা, উচিংসা মারমা, উপ সহকারী প্রকৌশলী (এসও) রকি বড়ুয়া, সার্ভেয়ার মো: দেলোয়ার হোসেন, কার্য সহকারী মো: নাসির উদ্দিন প্রমুখ।

Related Articles

Back to top button