পানছড়িতে জনপ্রতিনিধিদের হুমকির প্রতিবাদে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসী কর্তৃক নির্বাচিত জনপ্রতিনিধিদের হুমকি প্রদান ও চাঁদাবাজি প্রতিবাদে এবং উপজাতীয় আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারে বিপুল-সুনীল-লিটন-রুহিনের খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক্স ফ্রন্ট (ইউপিডিএফ), মানিকছড়ি ইউনিট।
“ জনপ্রতিনিধিদের নিরাপত্তা দাও ” এ দাবি সম্বলিত শ্লোগানে গতকাল শুক্রবার সকালে মানিকছড়ি উপজেলা সদরের জামতলা থেকে খাগড়াছড়ি – চট্টগ্রাম সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পিছলা তলা পেট্রোল পাম্প এলাকা ঘুরে আবার জামতলায় এসে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে ইউপিডিএফের মানিকছড়ি ইউনিটের সংগঠক অংচি মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী আত্মরক্ষা কমিটির মানিকছড়ি উপজেলা আহ্বায়ক মিলি মারমা ও পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সদস্য আনু মারমা।
বক্তারা বলেন, পানছড়িতে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্য মুখোশ সন্ত্রাসীরা জনগণ স্বতঃস্ফুর্তভাবে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন করায় জনপ্রতিনিধিদের হুমকি দিচ্ছে, চাঁদা দাবি করছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রশাসনের নির্লিপ্ততার কারণে সন্ত্রাসীরা জনপ্রতিনিধিদের হুমকি দেয়ার মতো সাহস পাচ্ছে।
তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এই ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে পানছড়িতে বিপুল, সুনীল, লিটন ও রুহিনকে হত্যা করা হয়। এক মাস অতিবাহিত হলেও খুনিদের এখনো গ্রেফতার করা হয়নি। ফলে খুনি-সন্ত্রাসীরা আবারো পানছড়ির সহ বিভিন্ন এলাকায় হুমকি-ধমকি, চাঁদাবাজি সহ নানা অপর্কম সংঘটিত করছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ঠ্যাঙাড়ে নব্য মুখোশ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।