পাহাড়ি-বাঙালি আলাদা কোন জাতি নয়, আমাদের প্রথম পরিচয় আমরা সবাই বাংলাদেশি
বিজিবি সেক্টর কমান্ডার,খাগড়াছড়ি

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
পাহাড়ি-বাঙালি আলাদা কোন জাতি নয়, আমাদের প্রথম পরিচয় আমরা সবাই বাংলাদেশি।দুর্গোৎসবে মাঝেই কতিপয় দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল, আমরা ধৈর্যের সাথে শান্তিপূর্ণভাবে তা নিয়ন্ত্রণে এনেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিজিবি-র পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ অন্যান্য বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২৫,মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের আওতাধীন ১০টি পূজা মন্ডপ পরিদর্শনকালে বিজিবি-র খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি এ কথা বলেন।
বিজিবি-র খাগড়াছড়ি সেক্টর কমান্ডার পরিদর্শনকালে পানছড়ি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাস সাহা, সাধারণ সম্পাদক অসিম ত্রিপুরা , কেন্দ্রীয় দেবালয় মন্দিরের পুজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ দেব, আদি ত্রিপুরা পাড়া দুর্গা মন্ডপের সভাপতি ভীম ত্রিপুরা,লোগাং হেডম্যান পাড়া দুর্গা মন্ডপের সভাপতি শ্রীমান আনন্দ মোহন রোয়াজা সহ বিভিন্ন পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন সহ সার্বিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম (সেবা) ,উধ্বতন কর্মকর্তাগন সহ পূজা উদযাপন কমিটির সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিবি সেক্টর কমান্ডার স্থানীয় এলাকাবাসী সহ পূজা সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে একত্রে কাজ করার আহবান জানিয়ে বলেন, পূজা মন্ডপ সমুহে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখা হয়েছে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন কর্তৃক খাগড়াছড়ি জেলা সদর ও পার্শ্ববর্তী অন্যান্য উপজেলায় সৃষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতেও পানছড়ি উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। “পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি খাগড়াছড়ির সাধারণ জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে।”