খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

দীঘিনালায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

মো: ওসমান গণি, দীঘিনালা , খাগড়াছড়ি  :
খাগড়াছড়ির দীঘিনালায় দশম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ভুক্তভোগী ছাত্রী স্কুলে যাওয়ার পথে বোয়ালখালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজ্জাক বোয়ালখালি ইউনিয়নের জামতলি এলকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তবে অভিযুক্ত রাজ্জাক মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

 

পুলিশ জানায়, ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাজ্জাককে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী ঐ ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১০ ধারায় মামলা দায়ের করেন।

 

এ বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া বলেন, “আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান এলাকার শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দীঘিনালা থানা পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

Related Articles

Back to top button