অপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাইয়ে ইয়াবা সহ তৃতীয় লিঙ্গের ৬ জনকে গ্রেফতার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই ,চট্টগ্রাম :
মিরসরাইয়ে পুলিশের অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

রবিবার (১৩ জুলাই) মিরসরাই থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরের প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

 

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরের প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে রবিাবার বিকেল মিরসরাই থানার উদ্যোগে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে অভিযান চালানো হয়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে (ঢাকা মেট্টো-ব ১৫-০৬৭৫) অভিযান চালানোর সময় বাস থেকে ৬ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি নেমে চলে যাওয়ার চেষ্টাকালে তাদের আটক করা হয়।

 

পরবর্তীতে মহিলা পুলিশ দিয়ে তাদের তল্লাশিকালে শরীরে কোমরের সাথে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ৫ জনের কাছ থেকে ২ হাজার করে ১০ হাজার এবং অপর ১ জনের সাথে একই কৌশলে কোমরে বাঁধা অবস্থায় দেড় হাজার সহ সর্বমোট সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের নাম, ঠিকানা জিজ্ঞাসাবাদ ও যাচাইবাছাই চলমান রয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button