চট্টগ্রাম বোর্ডে মানবিক বিভাগে তৃতীয় ফটিকছড়ির বুশরা

স্টাফ রিপোর্টার ,ফটিকছড়ি ,চট্টগ্রাম:
চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল ও পাশ্ববর্তী উপজেলা লক্ষ্মীছড়ির সীমান্ত ঘেষা সেনা বাহিনী লক্ষীছড়ি জোন নিয়ন্ত্রিত বিদ্যাপীঠ বাইন্যাছোলা- মানিকপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএস সি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন ফৌজিয়া রহমান চৌধুরী বুশরা।
বুশরা স্থানীয় কাঞ্চন নগর মানিকপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনিসুর রহমান চৌধুরী ও পরিবার কল্যাণ সহকারী উম্মে কুলসুমের মেঝো মেয়ে। বুশরার বড় বোন একই স্কুল থেকে জিপিএ ৫ পেয়ে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন।বিভাগে অধ্যয়নরত।
অনন্য ফলাফল অর্জনকারী বুশরা সর্বমোট ১৩০০ নম্বরের পরীক্ষায় ১১৮৯ নম্বর পেয়েছে। তার এ অর্জনে পুরো গ্রাম তথা শিক্ষক, সহপাঠীসহ স্কুল জুড়ে আনন্দের বন্যা বইছে।
১৪ জুলাই (সোমবার) কাঞ্চন নগর ইউনিয়নের মানিকপুর গ্রামে বুশরাদের ঘরে গিয়ে কথা হয় তার সাথে। এমন সাফল্যে আনন্দে আত্বহারা সে। এ সময় নিজের পড়া লেখা ও প্রস্তুতির নানা বিষয় উল্লেখ করে বলেন বলতে গেলে পরিশ্রমের প্রতিদান পেয়েছি। আল্লাহর নিকট হাজারো শুকরিয়া। আমার এ ফলাফলের পেছনে মা-বাবা স্কুলের শিক্ষকদের অবদান অনস্বীকার্য। বিশেষ করে স্কুল শিক্ষক নানার অনুপ্রেরণা যথেষ্ট কাজ দিয়েছে। ভবিষ্যতে আমি একজন বিচারক হয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই।
বুশরার গর্ভিত পিতা আনিসুর রহমান চৌধুরী বলেন, সন্তানের ভাল কিছু অর্জনে মা-বাবাই সবচেয়ে বেশী খুশি হয়। মেয়ের এমন সাফল্যে আমাদের সাথে পুরো এলাকার মানুষ সমান তালে আনন্দিত।