Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

খাগড়াছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
বাংলাদেশ নাতিশীতোষ্ণ দেশ হলেও বছরের শেষের দিকে এদেশে শীতের প্রকোপটা নেহাতই কম নয়। ডিসেম্বর থেকে জানুয়ারির শুরু পর্যন্ত হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়ে জনজীবন। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি এবং হ্রাস ঘটে। তাপমাত্রা যখন কমতে থাকে তখনই শীতের তীব্রতা বেড়ে যায়। কিন্তু কিছু সময় এই শীত তীব্র থেকে তীব্রতর পর্যায়ে পৌঁছে যায় এবং ভোগান্তিতে ফেলে গরিব-দুঃখী লোকদের। বিশেষত যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। শীতকাল বিত্তবানদের জন্য বিলাসিতায় কাটানোর ঋতু হলেও, দরিদ্রদের জন্য পরিলক্ষিত হয় ভিন্ন চিত্র। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তাদের কাছে এই ঋতু হয়ে ওঠে মৃত্যু যন্ত্রণার সমতুল্য।

 

 

২ জানুয়ারি ২০২৫,বৃহস্পতিবার বিকালে প্রতিপাদ্যের বিষয় ছিল “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় ও পৌরসভা’র আয়োজনে শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।

 

শহরের পৌর টাউন হলে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

 

এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,সহ-সভাপতি এ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button