খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০১জানুয়ারি) সকালে জেলা’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে বিশাল সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
এ সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার,সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা জাকিনা জিনাত বিথীসহ জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।