বিকল্প কর্মসংস্থান ও মৎস উন্নয়নে পাহাড়ের ১৫ দরিদ্র জেলে পেল ছাগল ও শুকর
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
মৎস অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস সম্পদ উন্নয়ন প্রকল্প, রাঙ্গামাটি এর আওতায় উপজেলা পর্যায়ে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও শুকর বিতরণ ও স্টেক হোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর ২০২৩ ,বৃহস্পতিবার সকালে মৎস অফিসের সামনে মৎস সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুবিধাভোগী জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ১৮ টি ছাগল ও ১৮ টি শুকর বিতরণ করা হয় । পরে উপজেলা সম্মেলন কক্ষে বিকল্প আয়বর্ধক কার্যক্রম বাস্তবায়নে সুফলভোগী নির্বাচন কমিটি ও ৩০ জন মৎসজীবিদের নিয়ে স্টক হোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা সঞ্চালনা কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ – এর সভাপতিত্বে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এ সময় জেলা মৎস কর্মকর্তা ড. মোহাম্মদ আরিফ হোসেন জানান, এ প্রকল্পের মাধ্যমে পানছড়ি উপজেলার ৭৮৬ জন মৎস চাষি ৩৬ জন জেলে উপকৃত হবেন। জেলেদের বিকল্প কর্মসংস্থানের মাধমে স্বাবলম্বী করা হচ্ছে। ৮১০টি পুকুর, ক্রিকে মৎস চাষ কারী চাষিগন পুকুরে পোনা,খাদ্য ,সংস্কার ও সার্বক্ষনিক উপজেলা মৎস অফিসের সহযোগীতা পাবেন।
প্রধান অতিথি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা সুফলভোগী ও সুবিধাভোগী তালিকা প্রণয়নে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সহযোগীতা নেওয়ার পরামর্শ দিয়ে বলেন, কারা সুফলভোগী ও সুবিধা পাচ্ছে তা জন প্রতিনিধিদের জানা আবশ্যক। এতে সরকারের উন্নয়ন দৃশ্যমান হবে।মাঝে মঝে সুবিধাভোগীদের মনিটরিং করলে তারা আরো আগ্রহ পাবে।
স্টক হোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালায় অন্যানদের মধ্যে জেলা মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ আরিফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প রাঙ্গামাটি-র সহকারি পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, উপজেলা প্রকৌশলী মো: আব্দুল খালেক, যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ, প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, জয় কুমার চাকমা, আনন্দ জয় চাকমা, আহির উদ্দিন, ভুমিধর রোয়াজা, প্রসাশনিক কর্মকর্তা গন, সংবাদকর্মীগন ,স্থানীয় মৎস সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেগন উপস্থিত ছিলেন।