৩ বিজিবি-র জনকল্যান কর্মসুচির আওতায় আর্থিক- বিবিধ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলায় ৩ বিজিবি-র পক্ষ থেকে জনকল্যান কর্মসুচির আওতায় অসহায়,অসুস্থ ও দুস্থ পরিবারের মাঝে সহায়তায় প্রদান চলমান।
তারই ধারাবাহিকতায় ১৪ জানুয়ারী ২০২৫ ,মঙ্গলবার সকালে লোগাং বিজিবি জোন সদর দপ্তরে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া (পিএসসি, এএসসি) উপস্থিত থেকে দুস্থ, গরীব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, প্রতিবন্ধীর জন্য ০১টি হুইল চেয়ার,বিশুদ্ধ পানি সংকটে নলকুপ, অসহায় ও অসুস্থ রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান, হেফজখানার উন্নয়নের জন্য আর্থিক অনুদান সহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
সীমান্ত সংলগ্ন লোগাং ইউনিয়নের ইতিকা চাকমা জানান, সেলাই কাজ জানা থাকার পরও টাকার অভাবে মেশিন ক্রয় করতে না পারায় খু্ই কষ্টে ছিলেন।বিজিবি-র সহায়তায় সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমার কর্মসংস্থানের ব্যবস্থা হলো। ভালো ভাবে চলতে পাবলে ,এতেই খুলে যাবে আমার ভাগ্যের চাকা।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ হতে এই জনকল্যাণ মূলক কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে ৩ বিজিবি-র স্টাফ অফিসারগন, ইউপি সদস্য সাহেব আলী, মন্দিরা চাকমা সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন।