Breakingপার্বত্য অঞ্চলসারাদেশ

২৫ তম ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি রজত জয়ন্তীি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির রজত জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করা হয়েছে।

২ ডিসেম্বর ২০২২ শুক্রবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে এ বর্ণাঢ্য অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা পরিষদ থেকে প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল প্রাঙ্গণে এসে চেতনা মঞ্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি।

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, চুক্তির পূর্বে পার্বত্য চট্টগ্রামের এই পাহাড়ী অঞ্চলে কোন উন্নয়ন ছিলো না। চুক্তির পরেই ২৫বছরে এসে এই পাহাড়ে উন্নয়নের জোয়ার দেখতে পাচ্ছেন। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের সুবাতাস বইছে পাহাড়ে। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অগ্রযাত্রা আজ পাহাড়ে বিরাজমান। সারাদেশের ন্যায় এই পার্বত্য অঞ্চলও উন্নয়নের জোয়ারে ভাসছে। চুক্তির ফলে এ অঞ্চলে আজ শান্তির সুবাতাস বইছে। এদেশ আমার, এদেশ আপনার, এদেশ সকলের। আমরা সকলেই মিলেমিশে বসবাস করছি।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক , জেলা সিভিল সার্জন মোঃ ছাবের, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা, পার্থ ত্রিপুরা জুয়েল, শুভ মঙ্গল চাকমা, হিরনজয় ত্রিপুরা, খোকনেশ্বর ত্রিপুরা, শতরুপা চাকমা, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বাপ্পি, বন বিভাগের কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা ও লাইব্রেরিয়ান ওয়েন চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button