শীর্ষ সংবাদসারাদেশ

১০ টাকায় ইলিশ ঘোষণায় বিপাকে এমপি প্রার্থী

ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিল স্কুল মাঠে উদ্যোগ নেওয়া হয়েছিল “ ১০ টাকায় ইলিশ বিতরণ”, কিন্তু জনতার ভিড় ও মাছের অভাবে তোলপাড় সৃষ্টি হয়।

 

সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার সকাল ১১ টায় স্বতন্ত্র সংসদ প্রার্থী মুফতি রায়হান জামিল “১০ টাকায় ইলিশ মাছ” বিতরণের ঘোষণা দেন।

 

এই ঘোষণা শোনা মাত্রই জেলার বিভিন্ন এলাকার মানুষ বাড়তি আগ্রহে সেখানে ছুটে আসেন। তবে পরিমাণ কম হওয়ায় প্রত্যেকে ইলিশ পাননি, এবং মাছের অভাব ও অপরিকল্পিত ভিড় হঠাৎ হট্টগোলের সৃষ্টি করে। ভিড় বেড়ে যাওয়ায় রায়হান জামিল দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। পরে তিনি ভাষণচর ইউনিয়ন পরিষদের দিকে রওনা হওয়ার সময় জনতা তাঁর গাড়ি আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশের সহায়তায় তিনি সেখান থেকে রক্ষা পান।

 

 

স্থানীয়দের দাবি, তারা সকাল থেকেই ইলিশ পাবেন এই আশায় অপেক্ষা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো মাছ পাননি। উল্টো ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা পূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

 

রায়হান জামিল বলেন, “মানুষের উপকারের উদ্দেশ্যে এই উদ্যোগ ছিল, কিন্তু অপ্রত্যাশিত ভিড় ও বিশৃঙ্খলা পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।”

 

সদরপুর থানার ওসি সুকদেব রায় জানিয়েছেন, আগে থেকেই এই ধরনের কর্মসূচি আয়োজন না করার জন্য জানানো হয়েছিল। প্রশাসনকে উপেক্ষা করেই বিতরণ শুরু করা হলে পরিস্থিতি অস্বাস্থকর ও বিপজ্জনক রূপ নেয়। পুলিশ পরে ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

উল্লেখ্য, রায়হান জামিল ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ঘোষণা দিয়েছেন।

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর।

Related Articles

Back to top button