চট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

হালদা নদীতে নিখোঁজের ৭ ঘন্টা পর মিলল যুবকের মরদেহ

 ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি:
হালদা নদীতে পড়ে নিখোঁজের ৭ ঘন্টা পর প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার সীমান্তবর্তী সিদ্ধাশ্রম ঘাট এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

 

নিহত যুবক নুরু উদ্দিন মঞ্জু (৩০) পাঁচ পুকুরিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র।

 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, বুধবার(১৬এপ্রিল) সন্ধ্যা ৭ টায় নাজিরহাট পৌরসভাধীন সুয়াবিল এলাকা থেকে একটি অনুষ্ঠানে যোগদান শেষে দুই বন্ধু তাজ উদ্দিন ও নুরু উদ্দিন মোটর সাইকেল যোগে হালদা নদীর উপর নির্মিত অস্থায়ী কাঠের সেতু পার হতে গিয়ে মোটর সাইকেল সহ হালদা নদীতে পড়ে যায়।

 

স্থানীয়রা তাজ উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করলেও অপর যুবক নুরু উদ্দিন নিখোঁজ ছিল।

 

এলাকাবাসী নদীতে দীর্ঘ ৭ ঘন্টা খোঁজা খুঁজির পর রাত আড়াইটার দিকে কাঠের সেতুর নিচ থেকে নিখোঁজ মঞ্জুর মৃত দেহ উদ্ধার করেন।

ভূজপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হালদায় নিখোঁজ যুবকের মরদেহ দীর্ঘ খোঁজা খুঁজির পর স্থানীয়রা উদ্ধার করেছেন।

Related Articles

Back to top button