Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

হাট হাজারীতে দুর্ধর্ষ ডাকাতি

চেঙ্গী দর্পন প্রতিবেদক, হাটহাজারী , চট্টগ্রাম : হাট হাজারীতে অস্ত্রের মুখে জিম্মি করে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

২৫ মার্চ ২০২২ শুক্রবার দিবাগত রাতে পৌরসভার উত্তর মিরেরখীল ৮নং এলাকার ইট ব্যবসায়ী আনোয়ার কোম্পানীর বাড়ি রশিদ ভিলাতে এ ঘটনা ঘটে। ডাকাত দল ৪৫ ভরি স্বর্ণালংকার,ডাইমন্ড,৩টি মোটর সাইকেল সহ নগদ ২২ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।

পরিবার ও থানা সুত্রে জানা যায়, দিবাগত রাত ৩টার দিকে ১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরের ভিতর ডুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ও ধারালো চাপাতি ধরে মেরে ফেলার হুমকি দেই। এক পর্যায়ে আনোয়ার কোম্পানীর ছেলে ও ছেলের বউদের হাত পা বেঁধে ফেলে। পরে তাদের ব্যবহারের ৩টি মোটর মোটর সাইকেল, ঘরে রক্ষিত ৪৫ ভরি স্বর্ণ,২.৭০ সেন্ট ডাইমন্ড, নগদ ২২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এমনকি ঘরের সিসি ফুটেজের কম্পিউটারের ডিভাইস সহ খুলে নিয়ে যায় ডাকাত দল। তবে একটি মোটর সাইকেল পার্শ্ববর্তী রাউজান উপজেলার উত্তর সত্তার জমিনের মধ্যে ফেলে চলে যায় বলে পরিবার সূত্রে জানায়।

এদিকে খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন ও হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম, র‍্যাব-৭ একটি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিভিন্ন সুত্র ধরে এ ডাকাত দলদের সনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে সাংবাদিকদের জানায় পুলিশ।

রশিদা ভিলার মালিক আনোয়ার কোম্পানী সাংবাদিকদের বলেন, হয়তো আমাদের পরিচিত কেউ একজন আমাদের অজানা মতে বাসায় ঢুকে বসে ছিলো,গভীর রাতে বাসায় যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন ঐ ব্যক্তি দরজা খুলে ডাকাত দলকে বাসায় প্রবেশ করায়। এক পর্যায়ে আমার পরিবারকে অস্ত্র দিয়ে জিম্মি করে ডাকাতির ঘটনা সংগঠিত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেও বলে জানান তিনি।

হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দিবাগত রাতে পৌরসভার মিরেরখীল ডাকাতির ঘটনা ঘটেছে।সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রহস্য উদঘাটন করতে পুলিশ মাঠে নেমেছে। মামলার প্রস্তুতি চলছে। দ্রুত শনাক্ত করে ডাকাত দলকে আইনের আওতায় আনা হবে।

Related Articles

Back to top button