Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

হাটহাজারীতে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, হাটহাজারী , চট্টগ্রাম  :
হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের সৈয়দ কোম্পানি এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় খাইরুল বশর (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

 

১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার বিকালে ফরহাদাবাদ ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত খাইরুল বশর ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের সিদ্দিক মাস্টারের বাড়ির মৃত আব্দুস সুবহানের পুত্র।

 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পাশ্ববর্তী ফটিকছড়ি উপজেলা থেকে হাটহাজারীতে তার ছেলের শ্বশুর বাড়িতে বেড়াতে এসে মহাসড়কের পাশ দিয়ে আসরের নামাজ পড়তে যাওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে সজোড়ে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

এ বিষয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন জানান,এ ঘটনায় মোটরসাইকেল আরোহী তাহের নামক একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে পুলিশ লাশ তাদের পরিবারকে হস্তান্তর করেছে বলে এ প্রতিবেদককে জানান।

Related Articles

Back to top button