চট্টগ্রাম অঞ্চলরাজনীতি

হাটহাজারীতে এবি পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাটহাজারী,চট্টগ্রাম প্রতিনিধি:
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মোঃ দিদারুল আলম, পিএসসি।

 

 

শনিবার (৫ জুলাই) হাটহাজারীতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল (অব.) দিদার বলেন, ইতিমধ্যে প্রায় ২০০ আসনে প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে এবং বাকি আসন গুলোতেও প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চলমান রয়েছে। তবে দেশের স্বার্থে কোনো যৌক্তিক সমঝোতা বা জোট গঠন প্রয়োজন হলে এবি পার্টি সে পথও উন্মুক্ত রেখেছে। হাটহাজারী আমার জন্মভূমি, আমার আশা ও স্বপ্ন। আমি এই মাটির সন্তান, তাই হাটহাজারীর মানুষের জন্য কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামীলীগ আমার জীবন থেকে দশ বছর কেড়ে নিয়েছে-বিনা বিচারে আমাকে কারাবন্দি করা হয়েছিল। আমি এর বিচার চেয়ে উচ্চ আদালতে কোয়াশমেন্ট আবেদন করেছি, এবং এখন ক্ষতিপূরণ দাবি করব।

 

এবি পার্টির নেতৃত্বে ‘বাংলাদেশ ২.০’ গঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “চব্বিশে জুলাই অভ্যুত্থানে এবি পার্টি সম্মুখ সারিতে ছিল। বর্তমানে দেশে নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় এবি পার্টি একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে। আমরা দুর্নীতি মুক্ত, কল্যাণ ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আমার লক্ষ্য শুধু নির্বাচনে অংশগ্রহণ নয়, বরং মানুষের জীবনে গুণগত পরিবর্তন আনা। জনগণের আস্থা ও অংশগ্রহণের ভিত্তিতে আধুনিক, সবুজ ও স্মার্ট হাটহাজারী গড়তে চাই।

 

সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহবায়ক এডভোকেট গোলাম ফারুক। তিনি বলেন, “আমাদের প্রবাসীদের সমস্যা, যারা দেশের অর্থনীতিতে রেভিনিউ পাঠিয়ে অবদান রাখছেন, তাদের পক্ষে আমাদের কথা বলতে হবে।”

 

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, “এবি পার্টি বাংলাদেশকে ‘বাংলাদেশ ২.০’ হিসেবে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে। আমরা দাবি করেছি, চট্টগ্রাম বন্দর থেকে অর্জিত আয় থেকে ৩০% চট্টগ্রামের উন্নয়নে ব্যয় করতে হবে। হাটহাজারীসহ আশপাশের ১২টি সিস্টার সিটি নিয়ে একটি আধুনিক নগরী গঠনে এবি পার্টির স্পষ্ট পরিকল্পনা রয়েছে।” তিনি হাটহাজারী থেকে লেঃ কর্নেল (অব.) দিদারুল আলমকে নির্বাচিত করার আহ্বান জানান।

 

এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক জিয়া চৌধুরীর উপস্থাপনায় উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ বোরহান উদ্দিন, হাটহাজারী উপজেলার সদস্য জয়নুল আবেদীন, মোস্তাফা কামাল মনজু প্রমুখ।

 

মতবিনিময় সভায় এবি পার্টির রাজনৈতিক দর্শন, সাম্প্রতিক জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট এবং হাটহাজারীর জন্য একটি সুপরিকল্পিত উন্নয়ন রূপরেখা উপস্থাপন করা হয়। সভা শেষে কর্নেল দিদার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Related Articles

Back to top button