Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারী জনপ্রতিনিধি, কর্মজীবী নারী এবং নারী নেতৃত্বের করনীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারী জনপ্রতিনিধি, কর্মজীবী নারী এবং নারী নেতৃত্বের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১১ নভেম্বর ২০২৩ শনিবার দুপুরে পৌর টাউন হল অডিটোরিয়ামে সচেতন নারী সমাজ খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে সংগঠনের আহবায়ক পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমার সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, স্থানীয় সরকার বিভাগ খাগড়াছড়ি এর উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, মৎস কর্মকর্তা অপর্না চাকমা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলার প্রতিষ্ঠাতা সভানেত্রী কালীন্দি রানী চাকমা, পাজেপ সদস্য শাহীনা আক্তার, দীঘিনালা উপজেলার ১ নং মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা আক্তার লাকী, সমাজসেবা কর্মকর্তা রোকেয়া বেগম, কেএমকেএস এর নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, নারী হেডম্যান জয়া ত্রিপুরা সহ নারী জন প্রতিনিধি, কর্মজীবী নারী এবং রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে নারী নেতৃবৃন্দ গন উপস্থিত ছিলেন।

 

নারী নেতৃত্বের করনীয় শীর্ষক আলোচনায় বক্তারা যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর দৃঢ় নেতৃত্বের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় সকলের সামনে তুলে ধরেন। বঙ্গবন্ধুর এই স্বপ্নকেই তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা ধীরে ধীরে বাস্তবে রূপান্তরিত করে যাচ্ছেন বলে উল্লেখ করেন। এছাড়াও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই আজকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, নারীদের মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি সহ সকল ক্ষেত্রে নারীদের সহায়ক পরিবেশ তৈরিতে মাননীয় প্রধানমন্ত্রী বদ্ধ পরিকর বলে উল্লেখ করেন।

 

নারী হেডম্যানগন তাদের বক্তব্যে পার্বত্য অঞ্চলে কার্বারীগন সরকারি ভাতা ভুক্ত নয় এমন বক্তব্যে আমন্ত্রিত অতিথি কবির বিন আনোয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করবেন বলে আশ্বাস প্রদান করেন। সবশেষে উপস্থিত সকল নারী জনপ্রতিনিধি, কর্মজীবী নারী এবং নারী নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান।

 

প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি চারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এগিয়ে যাওয়াকে আরেএ শক্তিশালী করতে উপস্থিত সকল নারী জনপ্রতিনিধি, কর্মজীবী নারী এবং নারী নেতৃবৃন্দদের যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান।

 

এছাড়াও এ সময় সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১২ জন নারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Related Articles

Back to top button