স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সহ জনবল সংকট অচিরে নিরসন হবে ; অধ্যাপক থানজামা লুসাই

স্টাফ রিপোর্টার,বান্দরবান :
বান্দরবান উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স’র চিকিৎসক,নার্স ও পর্যাপ্ত জনবল না থাকায় উপজেলাবাসী স্বাস্থ্য সেবা থেকে দির্ঘদিনের বঞ্চিত হওয়া প্রেক্ষিতে উপজেলা গণসংহতি আন্দোলন দলে অর্ধশতাধিক নেতাকর্মীরা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই কাছে দাবী জানিয়ে স্বারকলিপি জমা দিয়েছে।
০৪ আগস্ট ২০২৫,সোমবার দুপুরে থানচি কলেজ অধ্যক্ষ কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে গণ সংহতি আন্দোলনের সমন্বয়কারী মংসাই মারমা ও নির্বাহী সমন্বয়কারী সিনয়া স্রো স্বাক্ষর করেন।
স্মারকলিপিতে থানচি উপজেলার স্বাস্থ্য সেবায় ডাক্তার, নার্স, টেকনেশিয়ান এবং প্রয়োজনীয় জনবল সংকট থাকায় এই উপজেলার জনগণ তীব্রভাবে স্বাস্থ্য সেবা বঞ্চিত হচ্ছে। জেলা পরিষদে ন্যাস্ত বিভাগ সমূহ বিগত ফ্যাসিস্ট সরকারের মতই নাগরিক সেবা করছে না। ফলে জনগন তাদের নাগরিক সেবা থেকে বঞ্চত। তথাপি জীবন মরনের প্রশ্ন থাকায় স্বাস্থ্য সেবা অগ্রাধিকার ভিক্তিতে সংকট নিরসন করা জরুরী। দ্রুত সময়ের মধ্যে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান পদায়ন করতে হবে। তাছাড়া পল্লী এলাকায় অবস্থিত কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম যেন নিয়মিত থাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্বারকলিপি গ্রহনকালে চেয়ারম্যান থানজামা লুসাই বলেন, তাদের দাবী জনস্বার্থ সংশ্লিষ্ঠ এবং শ্রিগরই জনস্বার্থে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের চাহিদা পাঠাবো এবং যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বস্থ করেন।