Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

সেনা অভিযানে সশস্ত্র সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি, খাগড়াছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর, নানুপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিওনের আওতাধীন লক্ষীছড়ি জোনের বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, এ্যামোনিশন, ধারালো অস্ত্র, মাদক ও বিভিন্ন সরঞ্জামাদিসহ একজন সশস্ত্র সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করে।

 

২৪ সেপ্টেম্বর (বুধবার) অভিযানে সেনা টহল দল তল্লাশী করে আব্দুল হালিম ইমন (৩৮), পিতাঃ মোঃ শফি, গ্রামঃ আব্দুল্লাহপুর, পোঃ জাহপুর, থানাঃ ফটিকছড়ি, জেলাঃ চট্টগ্রাম এর কাছ থেকে ০১টি শট গান, থ্রি নট থ্রি তাঁজা এ্যামোনিশন, পিস্তলের তাঁজা এ্যামোনিশন,শট গানের তাঁজা এ্যামোনিশন, ব্ল্যাংক এ্যামোনিশন,শট গানের ফায়ারকৃত কার্তুজ,এ্যামোনিশন ক্লিপ,ইয়াবা ট্যাবলেট,চাইনিজ কুড়াল,দেশী ধারালো অস্ত্র ,রাম দা , চেইন ,মোবাইল ইত্যাদি উদ্ধার করা হয়।

 

 

গ্রেফতারকৃত সন্ত্রাসীকে নিকটস্থ থানায় পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

Related Articles

Back to top button