Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

সেনা অভিযানে বিদেশী অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি, খাগড়াছড়ি :চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় লক্ষিছড়ি সেনা জোনের বিশেষ অভিযানে বিদেশী অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন সশস্ত্র সন্ত্রাসীকেও আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

 

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে গোপালঘাটিয়া ও নোয়াহাট এলাকায় পৃথক দুটি স্থানে এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।

 

 

সেনা সূত্রে জানা যায়, নোয়াহাট এলাকায় প্রথম অভিযানে একটি বাড়িতে তল্লাশী চালিয়ে ২৫-৩০টি ধারালো ছুরি, চাপাতি, কুড়াল ও দাঁ উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

 

পরে গোপাল ঘাটিয়া এলাকায় দ্বিতীয় অভিযানে একজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১৯৯ রাউন্ড .২২ ক্যালিবারের গুলি, একটি ওয়াইন বোতল, দুটি পাসপোর্ট, ১৩টি মোবাইল ফোন, একটি পেনড্রাইভ, দা, ড্যাগার, চাবুকের চেইন, রাবার স্টিক, রাইফেলের বাটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

 

আটককৃত সন্ত্রাসীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিকটস্থ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

 

বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষিছড়ি জোন কমান্ডার জানিয়েছেন, শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button