Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

সুশাসন প্রতিষ্ঠা করতে দলমত – জাতিধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে -অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করাই হচ্ছে আমাদের কাজ। অন্যায় কখনো বেশিদিন টিকে থাকতে পারে না।ফ্যাসিবাদি সরকার আগষ্ট বিপ্লবের মাধ্যমে পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে। বতর্মানে প্রতিটি সেক্টরে সুদ- ঘুষ – দুর্নীতিতে ভরপুর। একজন সচেতন মানুষ হিসাবে সুদ- ঘুষ – দুর্নীতিতে ভরপুর সমাজকে কুলসিত মুক্ত করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে দলমত – জাতিধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

২৪ অক্টোবর ২০২৪, শুক্রবার বিকাল ৩ ঘটিকায় পানছড়ি হাকিম আলী মার্কেটের সামনে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী র কর্মী ও সুধী সমাবেশে খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পানছড়ি শাখার সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী হাফেজ নুরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার বাইতুল মাল সম্পাদক আবু ইউসুফ, উপজেলা জামায়াতে ইসলামীর সহ সভাপতি মাওলানা আব্দুল খালেক, ইসলামি ছাত্র শিবির সাবেক সভাপতি আবুল কালাম আযাদ,ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুলল্লা আল মামুন খোকন, ছাত্র শিবিরের খাগড়াছড়ি জেলা সেক্রেটারী আব্দুস সাত্তার, ইসলামি ছাত্র শিবির খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি এনামুল হক,পানছড়ি উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিম প্রমুখ।

কর্মী ও সুধী সমাবেশে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button