Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

সীমান্তের অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে লোগাং জোন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
দুর্গম‌ সীমান্ত এলাকার ভরসার আশ্রয় লোগাং জোন ৩ বিজিবি। অসহায় ও দুঃস্থ পরিবার যখনই কোন সমস্যায় আটকে পরে তখনই ছুটে যায় সীমান্ত বিজিবি-র কাছে। সমস্যার কথা শুনে মানবিক সহায়তা এলাকায় পৌছে দেন অফিসার সহ বিজিবি সদস্যরা।

 

তারই ধারাবাহিকতায় ২৮ জুন ২০২৫ ,শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, সোলার প্যানেল-ব্যাটারী, অসুস্থ রোগীর জন্য আর্থিক অনুদান, ঢেউটিন পৌছে দেন ৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূইয়া।

 

পানছড়ি সদর হতে ৫০ কিলোমিটার গহীন সীমান্তের নারাইছড়ি এলাকার বধির অসহায় উপজাতি নারীর সেলাই মেশিন হাতে পেয়ে আবেগে চোখের জল ফেলে দেয় । তার পিতা কুমদ চাকমা জানায়, আমার মেয়েটি বোবা কথা বলতে পারে না। তবে সেলাই কাজ শিখেছে। অর্থাভাবে কিনতে পারি নাই। বিজিবি-র কাছে আবেদন করায় আজ কষ্ট করে এতদূরে সীমান্তে এনে সেলাই মেশিন দিলেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

 

বিজিবি সুত্র জানায় , সদর এলাকা সহ সীমান্ত এলাকার প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষ ক্যাম্প সমুহে আবেদন করলে আমরা যাচাই করে সিন্দু কুমার কারবারী পাড়ার শিব মন্দির ও লোগাং শান্তি নগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সংস্কারের জন্য আর্থিক অনুদান , নাড়াইছড়ি মুখ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী , দূর্গম সীমান্ত এলাকার ওয়াইথং, ত্রিগাইড,বৈদ্য মনি পাড়া ও নারাইছড়িতে অসহায় গরীব পরিবারের মাঝে ঢেউটিন , সেলাই মেশিন, হুইল চেয়ার, সোলার প্যানেল-ব্যাটারী, চিকিৎসা সহায়তায় নগত অর্থ বিতরণ করা হয়।

বিতরণ কালে জোন অধিনায়ক বলেন, এ দেশ আপনার আমার। পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এ সময় অন্যান্যদের মধ্যে ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম ,সহকারী পরিচালক (এডি) মোঃ আব্দুল মতিন, সুবেদার মেজর নাজমুল ইসলাম সহ অনুদান প্রাক্কালে ক্যাম্প কমান্ডারগন ও উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button