চট্টগ্রাম অঞ্চলসারাদেশ

সীতাকুণ্ডে সাত মামলার আসামী আগ্নেয়াস্ত্র সহ আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সীতাকুণ্ড, চট্টগ্রাম  :
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ৭ মামলার আসামিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ । গ্রেফতারকৃত আসামি মোঃ হান্নান (৩৪) উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামাড়া কবির সওদাগর বাড়ীর মোঃ নুর মিয়ার পুত্র।

 

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের বিশেষ অভিযানে আসামির দেহ তল্লাশী করে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ১টি কার্তুজ জব্দ করা হয়েছে । তিনি বলেন, আটকের পর আসামী স্বীকার করেছেন সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র বেচাকেনা ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করে আসছে।

Related Articles

Back to top button