সীতাকুণ্ডে জাটকা ইলিশ জব্দ ও জরিমানা আদায়
চেঙ্গী দর্পন প্রতিবেদক , সীতাকুণ্ড ,চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জাটকা ধরার দায়ে অভিযুক্ত জেলে শুকলাল জলদাসকে (৪২) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৩ জানুয়ারী ২০২৪ , মঙ্গলবার বিকালে উপজেলার সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.আলা উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামাল উদ্দিন চৌধুরী,কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো.নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন জানান,জাটকা সংরক্ষণ আইন এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জাল,চরঘেরা জাল,কারেন্ট জাল,বেড় জাল সহ অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন চালানো হয়। অভিযানকালে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এসময় জাটকা ধরার অপরাধে এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।