Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

সিমান্তে অবৈধ চোরাচালানের মালামাল আটক করেছে ৩ বিজিবি

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সিমান্ত এলাকায় ৩ বিজিবি-র নিয়মিত টহলে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ভারতে পাচারের সময় বাংলাদেশী পন্য আটক করেছে গিলাতলী বিওপি ৩ বিজিবি সদস্যরা।

 

 

বিজিবি সুত্র জানায় , ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার দুপুরে নায়েব সুবেদার মোঃ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে টহল দল সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে আম বাগান এলাকা হতে অবৈধভাবে ভারতে পাচারের উদ্যেশ্যে রাখা বাংলাদেশী সিস্টেম প্লাস কীটনাশক,বেবি সেট কীটনাশক,চ্যাপা শুটকি, পপ ক্রীম ও বনলতা সালসা আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

 

 

পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) সুত্র জানায়, দেশ মাতৃকার সেবায় বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। পাহাড়ের সিমান্তে অবৈধ চোরাচালান রোধে, শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ৩ বিজিবি-র কার্যক্রম অব্যাহত থাকবে সীমান্ত এলাকায় অপরাধ, চোরা কারবারী সনাক্ত করতে আপনাদের সকলের সহযোগীতা করতে হবে। আটককৃত চোরাচালানের মালামাল সমূহ চট্টগ্রাম কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button