Breakingঅপরাধসারাদেশ

সিংগাইরে গৃহবধূর লাশ উদ্ধার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সিংগাইর ,মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে স্বামীর অনুপস্থিতিতে এক গৃহবধূ ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ওই গৃহবধূর নাম রোকেয়া বেগম (২৮)। সে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের রাম চন্দ্রপুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী এবং দুই সন্তানের জননী।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে স্বামী আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শেষ রাত সাড়ে ৩ টার দিকে ছোট ছেলে আব্দুল্লাহ তার মাকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর তার ডাক-চিৎকারে আশে পাশের লোকজন এসে রোকেয়াকে মৃত অবস্থায় ফাঁসির ওড়না থেকে নামায়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। জানা গেছে রোকেয়ার স্বামী আলাউদ্দিন গাজীপুরের একটি কারখানাতে চাকরি করেন।

এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার ( সিংগাইর সার্কেল) মোহা. রেজাউল হক বলেন, কি কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় সিংগাইর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button