সিংগাইরে অধ্যক্ষ ও অধ্যাপক ব্যবহার না করতে আদালতের নিষেধাজ্ঞা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, সিংগাইর ,মানিকগঞ্জ : জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসের চর মাহমুদিয়া ফাজিল মাদরাসার বিতর্কিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামছুদ্দিনকে তার পদবীতে অধ্যক্ষ ও অধ্যাপক ব্যবহার না করতে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আল-মামুন একটি দেওয়ানী মামলার পিটিশনের প্রেক্ষিতে সিংগাইর সিনিয়র সহকারি জজ আদালতের বিচারিক আদালত মো.আল- ইমরান খান বুধবার ২৩ নভেম্বর ২০২২ দুপুরে শুনানী শেষে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী এখন থেকে মো.শামছুদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে পদবীতে সরাসরি অধ্যক্ষ ও অধ্যাপক ব্যবহার না করতে আদালতের নিষেধাজ্ঞা জারি করেছেন বলে বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট মোঃ আঃ জলিল মিয়া জানান।
উল্লেখ্য ,মোঃ শামছুদ্দিন ক্ষমতার অপব্যবহার করে মাদরাসার ব্যানার -ফেস্টুন ও অফিসিয়াল কাগজ পত্রে নিজেকে সরাসরি অধ্যক্ষ পরিচয় দিয়ে প্রতারণা সহ এলাকায় বিতর্কের জন্ম দিয়েছেন। এমন কর্মকান্ড থেকে বিরত থাকতে আদালত এ আদেশ নিয়েছেন।