Breakingসারাদেশ

সালথায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু এলাকায় শোকের মাতম

চেঙ্গী দর্পন প্রতিবেদক , সালথা (ফ‌রিদপুর) : ফরিদপুরের সালথা উপ‌জেলায় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তার জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৮ই আগষ্ট ভোর আনুমা‌নিক সাড়ে ৫ টায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া গ্রা‌মের কাজীপাড়ায় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন বড়খারদিয়া গ্রামের মৃত ধলা মল্লিকের ছেলে রব্বান মল্লিক (৫৫) এবং তার স্ত্রী হাসি বেগম (৪৮)। নিহত রব্বান ও হা‌সি দম্প‌তির তিন ছে‌লে ও তিন মে‌য়ে র‌য়ে‌ছে। এই ঘটনায় এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসে‌ছে

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রব্বান মল্লিক মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মাছ ধরার জাল উঠাতে বাড়ির পাশে একটি নদিতে যা‌চ্ছি‌লেন। এসময় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের মেইন লাইনের তারে জড়িয়ে পড়েন, তার চিৎকার শুনে স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে আস‌লে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এসময় বিদ্যুৎ স্পৃ‌ষ্টে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন সালথা থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক সালথা থানা ও‌সি তদন্দ সুব্রত গোলদার দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং স্বামী-স্ত্রী দুজনের লাশ উদ্ধার করেন।

বিদ্যুৎ স্পৃ‌ষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ এবং এই ঘটনায় দুঃখ প্রকাশ ক‌রে‌ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button